ফুলতলার তাঁজপুরে পানিতে ডুবে জহুরুল ইসলাম নামে দেড় বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার তাঁজপুর গরুহাট এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার রমজান আলীর পুত্র।
পারিবারিক সুত্রে জানা গেছে, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু জহুরুল বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা।কোথাও না পেয়ে বাড়ির আঙ্গিনার নলকুপের পানির গর্তে তাকে ভাসতে দেখেন।
পরে তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষনা করেন।
খুলনা গেজেট/এএ