ফুলতলায় পুকুরের পানিতে ডুবে মেঘা বসু (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার বেলা আড়াইটায় ফুলতলার জামিরা গ্রামের বসু পাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের অমল বসুর কন্যা ও জামিরা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্র জানায়, মেঘা প্রতিদিনের মতো পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায়। কিন্তু ঘরে ফিরতে দেরি দেখে পরিবারের সদস্যদের খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়। তাকে উদ্ধার করে দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকালে দামুখালি শশ্মানে শেষকৃত্য সম্পন্ন হয়।
খুলনা গেজেট/এনএম