খুলনার ফুলতলায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ী ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ফুলতলা বাজারের চাল ব্যবসায়ী শরিফুল ইসলাম এবং তরিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে ওই অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন।
এ সময় তিনি পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাষ্টিকের মোড়কে প্যাকেজিং করায় ওই ব্যবসায়ীদের জরিমানা করেন। তিনি বলেন, পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার আইন-২০১০ এর ১৪ ধারায় এই জরিমানা আদায় করা হয়।