খুলনার ফুলতলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত দশ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফুলতলার তাঁজপুর গ্রামের মৃত- আঃ সাত্তার গাজীর স্ত্রী রিজিয়া বেগম, একই গ্রামের মৃত-আঃ সাত্তার গাজীর পুত্র মোঃ খায়রুল ইসলাম বাবুল, রাড়ীপাড়া গ্রামের মোঃ মোশারফ হোসেনের পুত্র মোঃ মাসুদ রানা শেখ, গাড়াখোলা কারিকরপাড়া গ্রামের মৃত- ইমান আলী বিশ্বাসের পুত্র মোঃ আব্দুল কুদ্দুস বিশ্বাস, গাড়াখোলা কারিকরপাড়া গ্রামের রজব আলী বিশ্বাসের পুত্র মোঃ শরিফুল ইসলাম, গাড়াখোলা কারিকরপাড়া গ্রামের মৃত- মজিদ মোল্যার পুত্র মোঃ মফিজুর মোল্যা, যুগ্নিপাশা গ্রামের মোঃ সাখাওয়াত হোসেনের পুত্র শেখ সাজ্জাদ হোসেন সাকিব, পায়গ্রামকসবা গ্রামের এস এ ওয়াদুদ মোল্যার পুত্র মোঃ মমিতু হাসান সুমন, জামিরা পশ্চিমপাড়া এলাকার কিতাব্দি বিশ্বাসের পুত্র মোঃ হানিফ , আলকা গ্রামের হাবিবের পুত্র শেখ সুলতান।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় পরোয়ানা ছিল মমিতু ও হানিফের বিরুদ্ধে। এছাড়া অন্যদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় পরোয়ানা ছিল। আসামিদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস তালুকদার।
খুলনা গেজেট/ টি আই