নারকেল পাড়তে গিয়ে গাছের মাথায় উঠার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোঃ মকবুল হোসেন (৬০) নামে এক গাছির আকস্মিক মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে ফুলতলার যুগ্নিপাশা গ্রামে। তিনি ঐ গ্রামের মৃত বারেক মোল্যার পুত্র।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মোঃ মকবুল হোসেন পেশায় একজন গাছি (নারকেল পাড়নি)। অন্যান্য দিনের মতোই জীবিকার সন্ধানে মঙ্গলবার সকালে বাড়ি থেকে দা ও দড়ি নিয়ে বের হন। দুপুর আনুমানিক ১২টার দিকে যুগ্নিপাশা গ্রামের সরকারি প্রাইমারী স্কুলের পাশে একটি গাছে নারকেল পাড়তে উঠেন। গাছের মাথায় উঠার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানেই তার মৃত্যু ঘটে। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসি থানা পুলিশকে খবর দেয়। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মই দিয়ে লাশ নামিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে।
খুলনা গেজেট/ টি আই