বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জামিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ড. মামুন রহমানের চাচাতো ভাই এবং জামিরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইনামুল হক মিঠু (৫৪) বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এককন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বাদ আছর জামিরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
এছাড়া ফুলতলার আলকা গ্রামের বিশিষ্ট চাতাল ব্যবসায়ী আঃ হালিম সরদারের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৫৬) বৃহস্পতিবার দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, চার পুত্রসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বাদ জুম্মা নিজ বাড়ির চাতালে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খান, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, শেখ নজরুল ইসলাম, ওসমান গনি সরদার, মনিরুল ইসলাম সরদার, শেখ আঃ হালিম, শেখ আঃ কুদ্দুস, মামুন বিশ্বাস, হালিম সরদার, শফিকুল ইসলাম বিশ্বাস, মিজানুর রহমান সরদার, আতাউর রহমান, আশরাফুল ইসলাম কচি, এস কে মিজানুর রহমান, জাকির হোসেন মোহন, মুন্সী আঃ সামাদ, ইউপি সদস্য আঃ রহমান সরদার, নুরুজ্জামান সরদার প্রমুখ।
খুলনা গেজেট/এনএম