খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬০
  হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত, নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি
  ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি

ফুলতলায় জাতীয় শোক দিবস পালিত

ফুলতলা প্রতিনিধি

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফুলতলায় ব্যাপক কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ৯ টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।

পরে সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, ওসি প্রবীর বিশ্বাস, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, ভেটেনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার রায়, মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, বিআরডিবি কর্মকর্তা আফরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ মোল্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুস সাকিব, হিসাব রক্ষণ কর্মকর্তা তাসলিম সুলতানা, বীজ কর্মকর্তা আনোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাশ, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন প্রমুখ।

পরে বক্তৃতা, রচনা ও দেশাত্ববোধক গানে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ১৪ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ৬ লাখ ৭০ হাজার টাকা যুব ঋণ প্রদান এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপন করা হয়।

বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজিদে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এদিকে দুপুরে ফুলতলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পীর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা অসিত বরণ বিশ্বাস, এ্যাড. তারেক হাসান মিন্টু, বিলকিস আক্তার ধারা, মোঃ আসলাম খান, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, কামরুজ্জামান নান্নু, মোর্শারফ হোসেন মোড়ল, কে এম জিয়া হাসান তুহিন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, আলী আজম মোহন, ইসমাইল হোসেন বাবলু, সাহিদুল মোল্যা, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, এস কে মিজানুর রহমান, রবিন বসু, বেগম শামছুন্নাহার, মঈনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম হোসেন প্রমুখ।

পরে মিলাদ, দোয়া ও খাবার বিতরণ করা হয়। এছাড়া ফুলতলার এম এম কলেজ, জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ, ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়, আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ ও কর্মময় জীবনের উপর শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!