খুলনার উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহেশ কুন্ডুর পুত্র ও গানচিল সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি বিবেকানন্দ কুন্ডু (৫০) করোনা উপসর্গ নিয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১২টায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ১কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। আজ বিকেলে শিকিরহাট কালিবাড়ি শ্মশানে সীমিত কাঠুরিয়ার উপস্থিতিতে তার শেষ কৃত্য সম্পন্ন হয়।
পারিবারিক সূত্র জানায়, গত ২০ জুন করোনা আক্রান্তে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনার ঐ হাসপাতালে ভর্তি করা হয়।
খুলনা গেজেট/ টি আই