খুলনার ফুলতলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ লিটন আকুঞ্জী (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে ফুলতলার জামিরার পায়রাগামী রাস্তার উপর থেকে মাদক বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়। সে ফুলতলার জামিরা গ্রামের মোঃ রফিকুল আকুঞ্জীর পুত্র।
ডিবি সুত্রে জানা গেছে, জেলা ডিবির ইনচার্জ উজ্জল কুমার দত্তের নেতৃত্বে ও অন্য সদস্যরা ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালান। এ সময় ফুলতলার জামিরার পায়রাগামী রাস্তার উপর থেকে ৩০ পিচ ইয়াবাসহ লিটনকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে এসআই তাপস কুমার দত্ত বাদি হয়ে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিলে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
খুলনা গেজেট/ টি আই