খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান গ্রেপ্তার
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২২৫
  পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বা‌তিল : পররাষ্ট্র মন্ত্রণালয়
  সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফুলতলায় ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফুলতলা প্রতিনিধি

খুলনার ফুলতলা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। অপর দুইটির একটি বিএনপির স্বতন্ত্র প্রার্থী এবং অন্যটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

বেসরকারী ফলাফল অনুযায়ী আটরা গিলাতলা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত শেখ মনিরুল ইসলাম (১৬৩৪৪) বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী শেখ জাহাঙ্গীর হোসেন (৮৪৪১)।

দামোদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু (১০৮০৩) বিজয়ী। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল আলিম মোল্যা (৯৪২৩)।

জামিরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ মনিরুল ইসলাম (৫৬৫৯) বিজয়ী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের স্বতন্ত্র প্রার্থী মাওঃ সাইফুল হাসান খান (৩৩২৬)।

ফুলতলা ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী শেখ আবুল বাশার (৮৮১১) বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজম মোহন (৫৮৩০)।

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!