খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

ফুলতলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

ফুলতলা প্রতিনিধি

সোমবার বেলা ১টায় ফুলতলার ছাতিয়ানী দিঘিরবাজার এলাকায় মোঃ জাকির মোল্যার বাড়িকে ঘিরে চলছে আনন্দ উৎসব ও রংয়ের ছড়াছড়ি। তার কলেজ পড়ূয়া মেয়ে জাকিয়া খাতুন (১৭) এর গায়ে হলুদের ছোঁয়া সম্পন্ন। কনের বিয়ের বয়স পূর্ণ হয়নি অর্থাৎ বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হাজির ইউএনও সাদিয়া আফরিন । কিশোরী কন্যা জাকিয়া খাতুন পার্শ্ববর্তী জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী। রেজিষ্টেশন অনুযায়ী তার জন্ম তারিখ ১০ নভেম্বর ২০০৩ইং অর্থাৎ প্রায় ১৭ বছর। অপর দিকে বর মোঃ তরিকুল ইসলাম বিএল কলেজের অনার্স পড়ুয়া ছাত্র। তার বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার আড়ুয়া গ্রামে।

অন্যদিকে বাল্য বিবাহ আইনানুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ইউএনও সাদিয়া আফরিন এর নির্দেশে বাল্য বিয়ে বন্ধ হয়। ১৮ বছরের পূর্বে তাকে বিয়ে দেয়া হবে না এবং বয়স পূর্তির সাথে সাথে সংশ্লিষ্ট ছেলে তরিকুল ইসলামের সাথেই তার বিয়ে হবে এমন অঙ্গিকার নামায় স্বাক্ষর সম্পন্ন হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল ইসলাম, বি এম শাহাদাৎ হোসেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, মোঃ আফছার আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!