ফুলতলা উপজেলা পরিষদের উদ্যোগে বুধবার বিকালে উপজেলা অডিটরিয়ামে অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, ইউএনও সাদিয়া আফরিনসহ পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও সাদিয়া আফরিন আটরা গিলাতলা, দামোদর, জামিরা ও ফুলতলা ইউনিয়নের অসহায় পরিবারের শিশুদের জন্য শিশু খাদ্য এবং খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু. মাওঃ সাইফুল হাসান খান, শেখ আবুল বাশার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারাহানা ইয়াসমিন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা প্রমুখ। ৪ ইউনিয়নের ১২০জন শিশু ও ১২২জন খামারীদের মাঝে এ খাদ্য বিতরণ করা হয়।
খুলনা গেজেট/ টি আই