খুলনার ফুলতলায় শিকিরহাট এলাকায় ভৈরব নদের তীরে অবৈধভাবে নির্মিত ঘাট ও সরকারি জমি অবৈধভাবে দখল এবং আবাসিক এলাকায় কয়লা ডাম্পিং করে পরিবেশ দূষণের অভিযোগে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালিত হয়। এ সময় শেখ হাজ্জাজ ইমতিয়াজ ফরিদের মালিকাধীন মোস্তফা ঘাটের দুটি জেটি ভেঙ্গে দেয়া হয় এবং আগামী ২০দিনের মধ্যে ডাম্পিং করা কয়লা অপসারণের নির্দেশনা ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। ঘাট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে কয়লা অপসারণের জন্য মুচলেকা দেয়।
সনজিত বসুর মালিকাধীন ঘাটে নদীর মধ্যে অবৈধভাবে নির্মিত পল্টুন এবং শিকিরহাট ঘাটের উভয়পাড়ের নির্মাণাধীন পল্টুন ভেঙে দেয়া হয়। এছাড়া ভৈরব নদের শুভরাড়া এলাকায় শিল্পপতি বাবুর নির্মাণাধীন পাইলিং পিলার উচ্ছেদ করা হয়।
ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর খুলনার পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।