খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, দেশের বিভাগীয় সদরে গণসমাবেশ ঠেকাতে সরকার বিএনপি’র ৯জন নেতাকর্মীকে হত্যা করেছে। তবুও গণসমাবেশ ঠেকাতে পারেনি। ফুলতলা বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান জিকোসহ প্রতিটি হত্যার বিচার হবে। ইনশাআল্লাহ্।
সোমবার (২৮ নভেম্বর) বিকেলে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
গত ২২ অক্টোবর খুলনায় বিভাগীয় গণসমাবেশে আসার পথে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত বিএনপি নেতা শেখ সাজ্জাদুজ্জামান জিকো হত্যার প্রতিবাদে খুলনা জেলা ও মহানগর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজক।
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনা। জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান মিন্টু, সৈয়দা রেহেনা ইসা, এসএ রহমান বাবুল, কাজী মাহমুদ আলী, মোঃ রকিব মল্লিক, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ তৈয়েবুর রহমান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমুখ।