ফুলতলার ধোপাখোলায় একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১টায় ধোপাখোলার পূর্বপাড়া এলাকার মোঃ আঃ সালাম ব্যাপারীর মুদি দোকানে এ ঘটনা ঘটে। এতে ওই দোকানের লক্ষাধিক টাকা মালামাল পুড়ে ছাই হয়।
দোকান মালিক আঃ সালাম জানান, প্রতিদিনির মতো দোকান বন্ধ করে পাশেই বসতঘরে ঘুমাতে যান। রাত ১টায় দোকানে আগুন লেগেছে বলে চিৎকার শুনতে পান। এলাকাবাসীর আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে দোকানের সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তবে পূর্ব শত্রæতার জের ধরে কেউ এ ঘটনা ঘটাতে পারে বলে দোকান মালিকের অভিযোগ। ফুলতলা থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে টহল পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছায়। তবে আগুনের সুত্রপাতের বিষয়টি তদন্তের পর জানা যাবে।
খুলনা গেজেট/ টি আই