খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ফুলতলার চৌদ্দমাইল পাকার মাথা সড়কের বেহাল দশা

ফুলতলা প্রতি‌নি‌ধি

খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের অন্তর্গত যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন চৌদ্দমাইল থেকে পাকার মাথা পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী। রাস্তার মাঝে মাঝে উচু নিচু গর্ত। একটু বর্ষা হলেই গর্তগুলো পানিতে ভরে থাকে। পথচারী, ইজিবাইক, ভ্যান-সাইকেলসহ প্রায়ই দুর্ঘটনার স্বীকার হয়। অথচ প্রতিদিন দুই তিন গ্রামের কয়েক হাজার লোক পায়ে হেটে এবং যানবাহন নিয়ে এ রাস্তা দিয়ে চলাচল করে।

মিল শ্রমিক থেকে শুরু করে চাকুরীজীবি, ব্যবসায়ী, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ এখানে বসবাসরত দুই তিনটি গ্রামের সাধারণ মানুষের আসা যাওয়ার এ পথটি এক প্রকার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার মধ্যে একটি কালর্ভাট সম্প্রতি সেটিও ভেঙে পড়েছে। ফলে ফুলতলা সদরে আসতে গ্রামবাসিদের বিকল্প পথে অনেকদুর ঘুরে দ্বিগুন তিনগুন ভাড়া খরচ করতে হচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট গ্রামবাসির আবেদন অতি দ্রুত রাস্তাটি সংস্কার করতে প্রশাসনসহ জনপ্রতিনিধিদের নিকট অনুরোধ জানিয়েছে।

খুলনা গে‌জেট / টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!