খুলনার সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে খুলনা জেলা ইমাম পরিষদ ১০ লাখ টাকার চেক দিল ফিলিস্তিনী রাষ্ট্রদূতের হাতে। বুধবার সকালে ঢাকার বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে এ চেক হস্তান্তর করা হয়।
ফিলিস্তিনী রাষ্ট্রদূত ইউসুফ রমজানের হাতে এ চেক তুলে দেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ ও অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।
এ ধরনের মানবিক সহযোগিতার জন্য ফিলিস্তিনী রাষ্ট্রদূত আল্লাহর শুকরিয়া আদায়ের সাথে সাথে খুলনার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি আরো জানান যে, এ অর্থ ইসরাইলী হানাদর বাহিনীর হামলায় নিহত শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসার জন্য ব্যয় করা হবে।
এসময় ইমাম পরিষদ নেতৃবৃন্দকে ফিলিস্তিনী রাষ্ট্রদূত জানান, ফিলিস্তিনী শহীদদের স্মরণে মুসলমানদের প্রথম ক্বিবলা বায়তুল মুকাদ্দাস মসজিদের অনুকরণে মহানবী (সা:) এর ঐতিহাসিক মিরাজ ভ্রমণের স্মৃতি বিজড়িত কুব্বাতুসসাখরা এর ডিজাইনে ঢাকায় একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন সরকার। এ ব্যাপারে অনুমতি প্রাপ্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর আবেদন পাঠানো হয়েছে বলেও তিনি জানান। এ প্রসঙ্গে ফিলিস্তিনী রাষ্ট্রদূত জানান, ফিলিস্তিনী শহীদদের রুহের মাগফিরাত কামনায় ঢাকায় এ মসজিদটি নির্মাণ করা হবে।