খুলনা, বাংলাদেশ | ৬ ফাল্গুন, ১৪৩১ | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  নাইকো দুর্নীতি মামলা : খালেদা জিয়াসহ ৮ আসামিকে খালাস
  ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত নিয়ে রায় বৃহস্পতিবার
  কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি সাধারণ শিক্ষার্থীদের, দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস পরীক্ষা
  হামলার ঘটনায় কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ

ফাল্গুনের মুগ্ধতায় তারকারা

বিনোদন ডেস্ক

কোনোরকম দাপট ছাড়াই ষড়ঋতুর দেশ থেকে বিদায় নিলো শীত, চলে এলো বসন্ত; অর্থাৎ আজ শুক্রবার পয়লা ফাল্গুন। বাংলা বছরের সর্বশেষ এই ঋতুর আগমনকে বিভিন্নভাবে উদযাপন করছেন সকলে। এদিন ফাল্গুনী আমেজে নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন কেউ কেউ; বাদ যায়নি দেশের তারকা মহলও।

বসন্ত এসে গেছে বলতে বলতে সামাজিক মাধ্যমে চোখ আটকে যায় হলুদের সমারোহে। বলা বাহুল্য, ফাল্গুন মানেই হলুদ, হলদেটে, বাসন্তী বা গেরুয়া পোশাক! সাধারণদের পাশাপাশি তারকারাও নানা সাজে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। বিশেষ করে হলুদ পোশাকে নজর কেড়েছেন তারা।

ফাল্গুনের প্রথমদিন আজ হলেও গতকাল বৃহস্পতিবার নাতিশীতোষ্ণ এই ঋতুকে আগাম অভ্যর্থনা জানান দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। উৎসবের সঙ্গে মিল রেখে এদিন তিশাও ঝলমলিয়ে উঠলেন হলুদ শাড়িতে।

সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন তিশা। তাতে দেখা যায়, হলুদ শাড়ি আর ফুলের সঙ্গে যেন মিশে গেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ফাগুন এসেছে’। এর সঙ্গে সঙ্গেই মুগ্ধতা প্রকাশ করেন তিশার ভক্তরা।

শুধু তিশাই নন, অভিনেত্রী জিনাত শানু স্বাগতারও মনেও লেগেছে বসন্তের বাতাস। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, গানে গানে সুরে সুরে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোনে, আগুন লেগেছে বনে বনে’।

অভিনেত্রী নোভা ফিরোজ ফেসবুকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘কোকিল ডাক দিক বা না দিক, ফুল ফুটুক বা না ফুটুক তারপরও জানাই ফাল্গুনের শুভেচ্ছা।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!