ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ৪৯.১ ওভারে ২১১ রানে অলআউট হয়েছে ভারত ‘এ’ দল। এর ফলে, ফাইনালে উঠতে হলে সৌম্য-নাঈম শেখদের করতে হবে ২১২ রান।
শুক্রবার (২১ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক। ২৯ রানে ভারতের উদ্বোধনী জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন অভিষেক শর্মা আর নিকিন জোসে। ব্যক্তিগত ১৭ রান করে সাইফের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন নিকিন।
আরও পড়ুন: গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রাতে মাঠে নামছে সাকিব-লিটন, যেভাবে দেখবেন খেলা
পরের ওভারে ৩৪ রান করা অভিষেক শর্মাকে সাকিবের তালুবন্দি করেন রাকিবুল। নিশাত সান্ধুকেও বড় ইনিংস খেলতে দেননি বাঁহাতি এই স্পিনার।
১৩৭ রানে ৭ উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়ায় অধিনায়ক ইয়াশ ধুলের ব্যাটে। শেষ দিকের ব্যাটারদের নিয়ে দুর্দান্ত লড়াই করেন তিনি। ৮৫ বলে ৬৬ রানে ধুল আউট হলে ভারতের ইনিংস থামে ২১১ রানে। বাংলাদেশের পক্ষে রাকিবুল, সাকিব এবং মাহেদী দুইটি করে উইকেট লাভ করেন।
খুলনা গেজেট/এনএম