খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১
  তিন জেলায় বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের
  রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

ফকিরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট প্রেসক্লাবে বুধবার বিকেল পাঁচটায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।এতে  এড. কাজী ইয়াছিন সভাপতি, খান মোঃ আল আউয়াল মনি সাধারণ সম্পাদক, শেখ সৈয়দ আলী অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৬ সদস্য বিশিষ্ট কমিটিতে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ক্লাবের সভাপতি এড. কাজী ইয়াছিন এর সভাপতিত্বে সভায় ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দ হলেন সভাপতি এড.কাজী ইয়াছিন (দৈনিক আমার একুশ, দৈনিক বাংলাদেশ সমাচার), সহ- সভাপতি শেখ আসাদুজ্জামান (এমটিভি, নাগরিক ভাবনা), শেখ ওবায়েদ হাসান রনি (দৈনিক প্রবর্তন, সোনালী স্বপ্ন), আমিরুল ইসলাম (জয় টিভি), সাধারন সম্পাদক খান মোঃ আল-আউয়াল মনি (দৈনিক তথ্য, নয়াদিগন্ত), সহ-সাধারণ সম্পাদক রামিম চৌধুরী (দৈনিক সময়ের খবর), অর্থ বিষয়ক সম্পাদক শেখ সৈয়দ আলী (দৈনিক দক্ষিণাঞ্চল), সাংগঠনিক সম্পাদক আকাশ বিশ্বাস (দৈনিক দেশ সংযোগ), দপ্তর সম্পাদক তাহেরুল ইসলাম (বাংলাদেশ সমাচার), ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম (জয়টিভি), ক্রীড়া সম্পাদক খান গোলাম মুরশিদ (দৈনিক ফলাফল), প্রচার সম্পাদক শেখ শাহিন উদ্দিন (দৈনিক নাঙ্গলকোট), সহ-প্রচার সম্পাদক রাজু আহমেদ (ফকিরহাট নিউজ২৪), নির্বাহী সদস্য প্রভাকর বিশ্বাস (প্রেসক্লাব নিউজ), বখতিয়ার মোড়ল (দৈনিক মানবজমিন) ও রাসেল আকন (দৈনিক আজকের তথ্য)।

সাধারণ সদস্য- সজল আহমেদ (ফকিরহাট নিউজ২৪), বিজন কুমার দেওয়ান (শ্যামলিমা নিউজ২৪.কম), মিজানুর রহমান লিটন (জবস টিভি, দৈনিক আমার সংবাদ) আরিফুল ইসলাম (তাজা খবর), শুকুর আলী (দৈনিক কন্ঠস্বর), রনি চৌধুরী (২৪ঘন্টা আপডেট নিউজ), মেহেদী হাসান কাজল (দৈনিক আমার একুশ) ও আম্মার হোসাইন (দৈনিক কালান্তর)। নির্বাহী কমিটি আগামী ২০২১ সালের ১ জানুয়ারি তারিখ দায়িত্বভার গ্রহণ করবেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!