‘মুজিব সড়ক’ লেখা থাকায় প্রেসক্লাব যশোরের সাইন বোর্ড কেটে দেবার ঘটনায় জামায়াত কর্মীকে বহিস্কার করেছে দলটি। এ ঘটনায় প্রেসক্লাবে গিয়ে জামায়াত নেতৃবৃন্দ সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
শুক্রবার সকালে শহরের ঈদগাহ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দিতে আসা মিছিল থেকে মুজিব সড়কে অবস্থিত প্রেসক্লাবের সাইন বোর্ড নষ্ট করে কতিপয় কর্মী। ওই সাইন বোর্ডে মুজিব সড়ক লেখা থাকায় তারা মুজিব শব্দটি কেটে ফেলে দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমালোচনা শুরু করে। ভিডিওতে নিজেকে জামায়াতের কর্মী দাবি করে ওই কর্মী বলেন, প্রেসক্লাবের সাইনবোর্ডে মুজিব শব্দটি ব্লেড দিয়ে কেটে ফেলা হয়েছে। এদেশে মুজিব বলে কোন শব্দ থাকবে না।
এই বিষয়ে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, জামায়াতের কর্মী সম্মলনে এসে প্রেসক্লাবের বিলবোর্ডে মুজিব শব্দটি কেটে নিয়ে গেছে। এটি আসলেই ঘৃণিত কাজ। আমরা জেলা জামায়াতের শীর্ষনেতাদের বিষয়টি জানিয়েছি। তারা আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে, একই সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস বলেন, এটা আমার নলেজে নেই। এমনটা তো হওয়ার কথা না। এমন কোনো নির্দেশনাও ছিলো না। শেখ মুজিবের নাম থাকতেই পারে। তাই বলে তো কোনো প্রতিষ্ঠানের সাইন বোর্ড ক্ষতিগ্রস্ত করা যাবে না। এমনটা হলে যারা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্খা নেওয়া হবে।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি শুনেছি। কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, প্রেসক্লাব যশোরের সাইনবোর্ড কাটা নিয়ে শুক্রবার রাত ৭টার দিকে ক্লাবে এসে দুঃখ প্রকাশ করেছেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা নেতা রেজাউল ইসলাম, শামসুজ্জামানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় তারা জানান অভিযুক্ত ওই জামায়াত কর্মীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। যাতে আর কেউ অতিউৎসাহী হয়ে এ জাতীয় ঘটনা না ঘটায়।
খুলনা গেজেট/এনএম