প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১ জুলাই এ নির্বাচনের দিন ছিল। যশোরে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হওয়ায় ও ক্লাবের বেশ কয়েকজন সদস্য এ মারণব্যাধিতে আক্রান্ত হওয়ায় কার্যনির্বাহী কমিটি রোববার দুপুরে জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করে। এ সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন পরিচালনা কমিটির কাছে চিঠি পৌঁছে দেয়া হয়েছে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনি অবগত আছেন দেশে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। ইতিমধ্যে যশোরে ঘোর অবনতি হয়েছে। প্রেসক্লাবের সাবেক সভাপতিসহ ছয়জন সদস্য ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও আসন্ন নির্বাচনে প্রার্থীও রয়েছেন। আরো কয়েকজন সদস্য করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এ অবস্থায় প্রেসক্লাবের আগামী ১ জুলাই নির্বাচন করা সঙ্গত নয় বলে ২৭ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। সভা মনে করে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিত থাকা উচিত।
উল্লেখ্য, প্রেসক্লাব যশোরের সর্বোচ্চ ফোরাম সাধারণ সভা। গত ৯ মে অনুষ্ঠিত সর্বশেষ সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত রয়েছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে কার্যনির্বাহী কমিটি ২৬ জুন নির্ধারিত নির্বাচনের তারিখও পরিবর্তন করতে পারবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসন্ন নির্বাচন স্থগিত করার জন্য আপনার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটিকে অনুরোধ করছি। নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কার্যনির্বাহী কমিটি সভার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত আপনাদের যথাযথ সময়ে জানিয়ে দেয়া হবে। কার্যনির্বাহী কমিটির এদিনের জরুরি সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।
সম্পাদক আহসান কবীরের সঞ্চালনায় আলোচনা করেন সহ-সভাপতি নূর ইসলাম, যুগ্ম-সম্পাদক সরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাজী আশরাফুল আজাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তহীদ মনি, কার্যনির্বাহী সদস্য আব্দুল ওয়াহাব মুকুল, এম আইউব, আব্দুল কাদের, ফিরোজ গাজী, সফিক সায়ীদ ও সৈয়দ শাহাবুদ্দিন আলম।
খুলনা গেজেট/কেএম