খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনকে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে দেয়া বিদায়ী সংবর্ধনায় তাঁকে ‘খুলনার বন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়।
মহামারি করোনাকালে সাধারণ মানুষের চরম বিপর্যয়ের সময়টিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে হেলাল হোসেন দিন-রাত কাজ করেছেন জীবনের ঝুঁকি নিয়ে। খুলনার মানুষের ‘পরীক্ষিত বন্ধু’ হিসেবেই করোনা সঙ্কটময় মুহুর্তে তাদের কল্যাণে নিজেকে সমর্পণও করেছেন। যে কারণে সাধারণ মানুষের হৃদয়ের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছেন মানবিক এ জেলা প্রশাসক।
স্বাস্থ্য বিধি মেনে বুধবার (২৩ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।
অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এ কে হিরু ও ফারুক আহমেদ, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মো: তরিকুল ইসলাম, মল্লিক সুধাংশু, শেখ দিদারুল আলম, সোহরাব হোসেন, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ) ও মাহবুবুর রহমান মুন্না, মোঃ মোজাম্মেল হক হাওলাদার, অমিয় কান্তি পাল, এস এম সাহিদ হোসেন, সুনীল কুমার দাস, রকিব উদ্দিন পান্নু, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, বিভাগীয় শহর খুলনা একটি উল্লেখযোগ্য জেলা। আমার দায়িত্বকালিন সময়ে যা কিছু উন্নয়ন হয়েছে তা’ সরকারের পক্ষ থেকেই করা হয়েছে। খুলনার মানুষ সবক্ষেত্রে একটু বেশি আন্তরিক। এখানে থাকা অবস্থায় চেষ্টা করেছি মানুষের সঙ্গে আন্তরিকভাবে কাজ করার। তারপরও সব দায়িত্ব পালন করতে পারিনি। সবকিছু মিলিয়ে খুলনার সাংবাদিকরা আমাকে সব ধরনের সহযোগিতা করেছেন। যেখানেই যাই না কেন খুলনার মানুষের প্রতি আমার আন্তরিকতা থাকবে।
খুলনা গেজেট/ এস আই