“পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন” স্লোগান নিয়ে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা শহরের বকচারা গ্রামে অবস্থিত বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক পিঠা উৎসব। ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), সাতক্ষীরা শাখার উদ্যোগে আয়োজিত এই পিঠা উৎসবটি প্রবীণদের জন্য ভালোবাসা এবং আনন্দের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
উৎসবে কুলি পিঠা, চন্দ্রপুলি, পাটিসাপ্টাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠার আয়োজন করা হয়। এসব পিঠার স্বাদ গ্রহণ করে বৃদ্ধাশ্রমের বাসিন্দারা আনন্দে মেতে ওঠেন। আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তারা বলেন, এই আয়োজন আমাদের জীবনে নতুন রঙ এনে দিয়েছে।
ভিবিডি সাতক্ষীরার সভাপতি ইব্রাহিম খলিল বলেন, সমাজে প্রবীণরা অনেক সময় অবহেলিত থাকেন। আমরা চাই, তাদের জীবনে ভালোবাসা এবং আনন্দের ছোঁয়া দিতে। এই পিঠা উৎসব সেই চেষ্টারই একটি অংশ। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ চালিয়ে যাব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার নবনির্বাচিত বোর্ডের সাধারণ সম্পাদক অর্পণ বসু, সহ-সভাপতি শরিফুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার মো. ফাতিন, ট্রেজারার নাঈমুর রহমান চৌধুরী, প্রজেক্ট অফিসার হৃদয় মণ্ডল এবং পাবলিক রিলেশন অফিসার সুমা খাতুন।
ভিবিডি সাতক্ষীরার সদস্যরা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে সময় কাটিয়ে তাদের মুখে হাসি ফোটান। পুরো আয়োজনটি হয়ে ওঠে আনন্দঘন এবং প্রাণবন্ত।
এই উদ্যোগ ভিবিডি সাতক্ষীরার মানবিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। “পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন” স্লোগানটি সত্যিকার অর্থেই ভালোবাসার চিত্র ফুটিয়ে তুলেছে।
খুলনা গেজেট/ টিএ