কথা সাহিত্যিক, গীতিকার, নাট্যকার ও ফুলতলার কৃতি সন্তান প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিকের স্মরণে ফুলতলা উপজেলা পরিষদ আয়োজিত নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ জুন) বিকাল সাড়ে ৪টায় উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব আনোয়ারুজ্জামান মোল্যা, ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা শাখার সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কম. আনছার আলী মোল্যা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামান পন, প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিকের ছোট ভাই ইঞ্জিনিয়ার অপূর্ব কুমার ভৌমিক।
প্রভাষক গৌতম কুন্ডুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, সাংবাদিক ও গবেষক বিধানদাশ গুপ্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজলে খোদা বাচ্চু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, অনুপম মিত্র।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির থানা সম্পাদক সন্দিপন রায়, প্রভাষক জাহাঙ্গীর আলম, রেজোয়ান রাজা, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সুব্রত কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, আরিফুজ্জামান বাবলু, ইউপি সদস্য আঃ রহমান সরদার, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু, নওশাদ হোসেন মিলু, ডাঃ সরোজ কুমার সুর, অনুপ বিশ্বাস, শাহীনুর রহমান প্রমুখ।
খুলনা গেজেট/এমএইচবি