খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত
  খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা
  সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ

প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

স্কুলে আসার পথে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুলের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় আহত হন প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্কুলে আসার পথে সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা ছয়আনি মোড়ে এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

এদিকে প্রধান শিক্ষকের উপর দুষ্কৃতকারীদের হামলার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবাদে বিদ্যালয়ের কয়েক শ’ ছাত্র-ছাত্রী স্কুলের সমানে সাতক্ষীরা-আশাশুনিা সড়ক অবরোধ করে। এসময় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা শ্লোগানে শ্লোগানে উত্তাল করে তোলে ওই এলাকা।

সড়ক অবরোধকালে মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সাতক্ষীরা-আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর বাজারের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্ট হয়। এসময় যাত্রীবাহি বাস, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাসসহ সবধরনের যানবাহন ও পণ্যবাহী বাহন সড়কের দুই পাশে আটকা পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রহ্মরাজপুর ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক সুকুমার সরকার জানান, সকালে সাতক্ষীরা শহর থেকে স্কুলে আসার পথে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের উপরও হামলার চালানো হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
এ ব্যাপারে ডি. বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল জানান, সোমবার স্থানীয় বাজারের ব্যবসায়ী পুরাতন সাতক্ষীরা এলাকায়র বাহারুল ইসলামের সাথে তুচ্ছ একটি বিষয়ে তর্কাতর্কি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে পুরাতন সাতক্ষীরা ছয়আনি মোড়ে আগে থেকেই ওৎপেতে থাকা বাহারুল ইসলামের নেতৃত্বে আরও ৫/৬ জন অতর্কিত তার উপর হামলা চালায়। এতে তিনি শারীরিকভাবে আহত হয়েছেন। ঘটনা জানতে পেরে শিক্ষার্থীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের উপরও চড়াও হয় তারা। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরও জানান, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তুচ্ছ ঘটনায় এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সার্বিকভাবে বিষয়টি গুররুত্বের সাথে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!