খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবক হয়ে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের পাশে থেকে যেমন সহযোগিতা করেছেন তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে রয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের বসবাসের জন্য বিনামূল্যে ঘর বিতরণ করেছেন। যা এখনো চলমান রয়েছে। শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসাবে খুলনার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া বাসীর নিকট প্রধানমন্ত্রীর সকল কর্মকান্ড ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। দেশের উন্নয়নের জন্য সকল ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বিকালে এমপি’র খুলনাস্থ দলীয় কার্যালয়ে রূপসা উপজেলার নৌকা মাঝি, ভ্যান চালক সমিতি, নৃ-ত্বাত্তিক জনগোষ্ঠী, মোটর শ্রমিক, গৃহ নির্মাণ শ্রমিক, হ্যান্ডলিং শ্রমিক, ক্লাব কর্মচারী, জেলখানা ঘাট, ফেরি কর্মচারী, মাহিন্দ্রা ও মাইক্রো চালক সদস্যদের মাঝে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন বাদশা’র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোতালেব হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, রবিউল ইসলাম বিশ্বাস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, উপজেলা আওয়ামী লীগ নেতা মিয়া আরিফ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, ফরিদ শেখ, ইউপি সদস্য আনিচুর রহমান মিঠু, মিরাজ মল্লিক, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামছুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা আশিষ রায়, প্রদীপ বিশ্বাস, সরদার জসিম উদ্দীন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শিমুল শেখ, প্রশান্ত দে, ছাত্রলীগের রিয়াজ প্রমূখ।
খুলনা গেজেট/এনএম