প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় বিজয় টিভি খুলনা প্রতিনিধি পরিচয়দানকারী সাংবাদিক মোঃ নাঈমুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে খানজাহান আলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টায় খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট পুরাতন টিটি কলেজ রোডস্থ চেয়ারম্যান প্রার্থী শেখ আনিসুর রহমানের অস্থায়ী কার্যালয়ের সামনে রাস্তার উপর প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শেখ আনিসুর রহমানের নৌকা মার্কার পোষ্টার দেখে বিজয় টিভি’র খুলনা প্রতিনিধি পরিচয়দানকারী সাংবাদিক মোঃ নাঈমুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস, মোঃ শাহিনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন প্রধানমন্ত্রীর ছবিকে উদ্দেশ্য করে কটুক্তি করে ও বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ব্যর্থ রাষ্ট্র, সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন ঘটাবে বলে উচ্চস্বরে হুংকার দেয়। এসময় স্থানীয় জনগণ প্রতিবাদ করলে আসামিরা তাদের উপর চড়াও হয়ে আক্রমণ করে এবং ব্যবসায়ী মোঃ কোরবান আলী নিকট থাকা ৬ হাজার ৫২০ টাকা ও ১টা হাতঘড়ি ছিনিয়ে নেয়। একপর্যায়ে জনগণ নাঈমুর রহমানকে ধরে ফেলে এবং তার সাথে থাকা বাকিরা পালিয়ে যায়। পরবর্তীতে নাঈমুর রহমানকে পুলিশে খবর দিয়ে তাদের হাতে হস্তান্তর করে।
এ ঘটনায় মোঃ জাহাঙ্গীর কবির খান বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে খানজাহান আলী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। যার নং- ০৯, তারিখ- ২৯/০৩/২১ ।
এ ব্যাপারে খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি নাঈমুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামিদেরকে আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিরা হলো আটক মোঃ নাঈমুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস ও মোঃ শাহিনসহ অজ্ঞাত ৩/৪ জন।
খুলনা গেজেট/এনএম