খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড গড়েছেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি তাই টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ। কারণ হারলেই যে সিরিজ খোয়াবে স্বাগতিকরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক লিটন দাস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নেমেই ভিন্ন এক মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহীম।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ২৫০তম ওয়ানডে খেলছেন মুশফিক। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তার। সে ম্যাচটিতে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ।

মুশফিক তার ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম, ১০০তম, ১৫০তম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। হেরেছিল কেবল ২০০তম ম্যাচ। আজ ২৫০ তম জয় পাবে তো বাংলাদেশ?

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার তালিকায় মুশফিকের পরেই রয়েছেন তামিম ইকবাল। তার ম্যাচ সংখ্যা ২৪১, সাকিব খেলছেন ২৩৪*। তারপরই রয়েছেন মাহমুদউল্লাহ ও মাশরাফি বিন মুর্তজা। দুই জনের ম্যাচ সংখ্যা ২১৮। মাশরাফিকে ওয়ানডে দলে আর দেখা না গেলেও সম্ভাবনা রয়েছে মাহমুদউল্লাহর।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!