বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ইরান। ম্যাচের প্রথমার্ধেই ইরানের জালে তিন গোল দেয় ইংলিশরা। ৩৫ মিনিট পর্যন্ত শক্তিশালী ইংল্যান্ডকে আটকে রাখলেও পরবর্তী ১০ মিনিটে তিনটি গোল খায় তারা।
৩৫ মিনিটের মাথায় প্রথম গোলটি দেন বেলিংহাম। ৪৩ ও ৪৫(+১) মিনিটে আরও দুটি গোল করেন শাকা-স্টার্লিং। এতে প্রথমার্ধে ৩-০তে এগিয়ে গেল থ্রি লায়ন্সরা। ম্যাচের শুরুতে অনেক সময় নষ্ট হওয়ায় অতিরিক্ত ১৪ মিনিট খেলা হয়। এ সময় আরও কয়েকটি সুযোগ পেলেও গোল দিতে পারেনি ইংলিশরা।
খেলা শুরুর অষ্টম মিনিটেই মাথায় প্রচণ্ড আঘাত পান ইরানের গোলরক্ষক আলিরেহা বেইরানভান্ড। নিজ দলের ডিফেন্ডার মাজেদ হুসেইনির সঙ্গে মাথায় মাথায় ঠুকে যায় তার। শেষ পর্যন্ত ১৮ মিনিটের সময় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। বদলি গোলরক্ষক হিসেবে নামেন হোসেইনি।
সোমবার (২১ নভেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ইংল্যান্ড ও ইরান। দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় ম্যাচটি।