যশোরে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী আরাফাত হোসেনের নামে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার ঘুনী গ্রামের মৃত মাহফুজুর রহমানের মেয়ে ইসরাত জাহান বাদী হয়ে এ মামলা করেন। অভিযুক্ত আরাফাত দলনঘাটা গ্রামের আব্দুল জলিলের ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনি।
মামলা সূত্রে জানা গেছে, ইসরাত জাহানের পিতা ডাক বিভাগের অবসর প্রাপ্ত কর্মচারী। তার ছোট বোন স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী। চলতি বছরের ৩০ অক্টোবর ইসরাতের পিতা মারা যান। আসামি আরাফাত হোসেনের সাথে ইসরাতের পিতার ভালো সম্পর্ক ছিল। ব্যবসায় মুলধনের প্রয়োজন দেখিয়ে আসামি আরাফাত ২০১৯ সালের ১ নভেম্বর তার পিতার কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা ধার নিয়েছিল। এরপর ব্যবসায় লাভের অংশ দেয়ার কাথা বলে আরও টাকা ধার চান। ওই বছরের ১৪ নভেম্বর তার পিতা আসামি আরাফাতের কথায় বিশ্বাস করে ব্যাংক হিসাবে আরও সাড়ে ৯ লাখ টাকা ধার দেন। আরাফাত এ টাকার সিকিউরিটি হিসেবে তার ব্যাংক হিসাবের একটি চেকে ১৫ লাখ টাকা লিখে দেন। এরপর ইসরাতের পিতা আরাফাতের কাছে টাকা ফেরত চাইলে আজ না কাল বলে ঘোরাতে থাকে। এরমধ্যে পিতার মৃত্যু হওয়ায় তার পরিবার অসহায় হয়ে পড়ে। আরাফাতের কাছে পাওনা টাকা চাইলে তাদেরও ঘোরাতে থাকে। অবশেষে টাকা আদায়ে ব্যর্থ হয়ে ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দেয়া হয়। আরাফাতকে গত ২৯ নভেম্বর হাজির হওয়ার নোটিশ দিলেও তিনি হাজির হননি। ইউপি চেয়ারম্যান আরাফাতের বিরুদ্ধে আদালতে মামলা করার পরামর্শ দিয়ে একটি প্রত্যায়ন দেন। এরপরও ইসরাত গত ১৬ ডিসেম্বর স্বাক্ষীদের মাধ্যমে আসামি আরাফাতকে ডেকে পাওনা টাকা ফেরত চাইলে তিনি দিতে অস্বীকার করেন। পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।