খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন

‘‌পেশাদা‌রি‌ত্বের সা‌থে মানবকল্যাণে ফটো সাংবাদিকদের কাজ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

খুলনা গেজেট পরিবারের সঙ্গে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার নেতারা। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে খুলনা গেজেটের বার্তা বিভাগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে পেশাদা‌রি‌ত্বের বিষয়‌টি মাথায় রে‌খে তাদের মানবকল্যাণে কাজ করার আহবান জানানো হয়।

খুলনা গেজেটের যুগ্ম বার্তা সম্পাদক সাংবাদিক হাসান হিমালয়ের সঞ্চালনায় বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেটের যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক র‌বিউল গাজী উজ্জ্বল, খুলনা গেজেটের চীফ রিপোর্টার মোহাম্মদ মিলন।

সভায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম এম মিন্টু, যুগ্ম সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মানজারুল ইসলাম, সদস্য বাপ্পী খান ও মো. হেলাল মোল্লা।

এছাড়া উপস্থিত ছিলেন খুলনা গেজেটের স্টাফ রিপোর্টার মো. বশির হোসেন, আয়শা আক্তার জ্যোতি, ইমরান হোসেন, তানভীর আহমেদ, ফটো সাংবাদিক এমএ সাদী, মেহেদী হাসান বাপ্পী প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!