বিশাল এই বইটি আকারে ৪ মিটার বাই ৩.৬ মিটার। ওজনে ১ হাজার ৪২০ কেজির এ বই বানাতে লেগেছে ২৬ জন। মূলত হাঙ্গেরির অ্যাগটেলেক ন্যাশনাল পার্কের ওপর ভিত্তি করে বানানো হয় বইটি। বইটি ছাপার জন্য ব্যবহৃত হয়েছে ৫ মিটার চওড়া এক প্রিন্টিং মেশিন।
ভুটান : এ ভিজ্যুয়াল অডিসি অ্যাক্রোস দ্য লাস্ট হিমালয়ান কিংডম নামের বিশাল এই বই পাবেন আমেরিকার সুজালো লাইব্রেরিতে। ২.১৩ মিটার বাই ১.৫৩ মিটারের বইটিতে স্থান পেয়েছে মাইকেল হোলের তোলা ভুটানের চমৎকার সব আলোকচিত্র।
৩৫০ বছরেরও বেশি পুরনো বই ক্লেনকে অ্যাটলাস। ১৬৬০ সালে এটি তৈরি করা হয় ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসকে উপহার দেয়ার জন্য। বইটির দৈর্ঘ্যে ১.৭৮ মিটার, চওড়ায় ১.০৫ মিটার, আর পুরুত্ব ১১ সেন্টিমিটার
আর্থ প্লাটিনাম বইটি হল পৃথিবীর সবচেয়ে বড় অ্যাটলাস। ১.৮ মিটার বাই ১.৪ মিটারের অ্যাটলাসটি ডিজাইন করতে ১০০ জনের লেগেছে পুরো চার বছর।
খুলনা গেজেট/কেএম