নগরীর লবনচরা মোমবাতি গলিতে পুলিশ সোর্স শফিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি আরিফুজ্জামান রাজুর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার(১১ মে) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩ এর বিচারক তরিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, ১২ জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে লবনচরা মোমবাতি গলিতে মাদকবিরোধী অভিযানের সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সোর্স শফিকুল নিহত হয়। এ মামলায় এপর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। রাজুকে বৃহস্পতিবার হরিণটানা ৮০ বিঘা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে উক্ত এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
খুলনা গেজেট/ এস আই