খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা, ‘প্রক্সি’ দিতে গিয়ে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) শহরের ডা: আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মিলন মিয়ার ছেলে শিপন মিয়া রাসেল (২২), শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ছাবর আলীর ছেলে শামীমুল হক (৩০), নেত্রকোনা সদর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন (২৮)। এদিন সন্ধ্যায় জেলা পুলিশের কনফারেন্স কক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী ।

তিনি জানান, পূর্ব নির্ধারিত যশোর জেলা পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য এদিন লিখিত পরীক্ষা যশোর ডা: আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে অনুষ্ঠিত হয়। মোটা টাকার বিনিময়ে মণিরামপুর উপজেলার দুই ও কেশবপুর উপজেলার এক পরীক্ষার্থীর হয়ে তিনজন ভুয়া প্রার্থী সেজে পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিতে যশোরে আসে। লিখিত পরীক্ষা কেন্দ্রে যথারীতি সকাল ৮টায় পরীক্ষার্থীদের সতর্কতার সাথে চেকিংয়ের এক পর্যায়ে আরসিও গেটে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ প্রার্থীর নাম ও ছবি যাচাই বাছাই করার সময় ওই তিন যুবককে সন্দেহ করে। পরে তাদের সাক্ষর ও ছবির মিল না থাকায় এক পর্যায়ে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানে তারা স্বীকারোক্তি দেন তিনজনই ভুয়া পরীক্ষার্থী। তারা জানান, আলিমুলের স্থলে পরীক্ষা দিতে আসেন শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেলের স্থলে শামিউল হক ও রাকিবুলের স্থলে সানোয়ার হোসেন পরীক্ষা দিতে আসেন। ওই সময়ই তিনজনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী আরো জানান, একটি চক্রের হয়ে তারা টাকার বিসিময়ে ভাড়ায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিয়ে থাকে। আটককৃতরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। আটক তিনজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে মামলা করা হয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!