কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বর্তমান দুর্নীতিগ্রস্ত হাসিনা সরকারের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে বলেই নতুন নতুন নাটক সাজাচ্ছেন। আল-জাজিরা আতঙ্কে আতঙ্কগ্রস্ত সরকার হিতাহিত জ্ঞান হারিয়ে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব কেড়ে নেয়ার চক্রান্ত করছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় হয়রানিমূলক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ৩৪ জন নেতাকর্মী, পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে ষড়যন্ত্রমূলকভাবে ফরমায়েশি সাজা প্রদান ও দলের বাণিজ্য সম্পাদক সালাউদ্দিন আহম্মেদকে অযথা কারাগারে প্রেরণের প্রতিবাদে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সমাবেশে তিনি এসব কথা বলেন।
বেলা ১১টায় পুর্ব ঘোষিত কর্মসূচির সমাবেশস্থলে সকাল ৯টা থেকেই অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। সমাবেশস্থল থেকে ৩ শতাধিক চেয়ার জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এছাড়া নেতাকর্মীদের সমাবেশ স্থলে ঢুকতে বাধা দেয়। পরবর্তীতে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ সিনিয়র নেতারা সভাস্থলে উপস্থিত হলে পুলিশের সাথে বাকবিতন্ডা হয়। নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটলে সমাবেশ শুরু হয়।
সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তরিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, আবু হোসেন বাবু, চৌধুরী নাজমুল হুদা সাগর। উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ ও ওহেদুজ্জামান রানা।
খুলনা গেজেট/এনএম