খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

পিকচার প্যালেস সিনেমা হল না ভাঙ্গার দাবি ব্যবসায়ীদের

 নিজস্ব প্রতিবেদক

পিকচার প্যালেস সিনেমা হল না ভাঙ্গার দাবি জানিয়েছে দোকান মালিক পক্ষ। রোববার দুপুর সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাবে এ দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী এস এম মিজানুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এখানকার ব্যবসায়ীরা সুনামের সাথে ব্যবসা করছেন। কিছুদিন ধরে মালিকপক্ষ ও দোকান মালিকগণের মধ্যে পজিশন নিয়ে মনমালিন্য হয়। এ নিয়ে দোকান মালিকগণ আদালতের দারস্থ হলে খুলনা জেলা জজ আদালত দোকান মালিকদের পক্ষে একটি নিষেধাজ্ঞা প্রদান করেন। তাছাড়া এই সম্পত্তির প্রকৃত মালিক দানবীর হাজী মোহাম্মদ মুহসিনের গঠিত সৈয়দপুর ট্রাস্ট এস্টেট যার দেখাশুনা করার জন্য খুলনা জেলা প্রশাসক নিযুক্ত রয়েছেন। হল মালিকপক্ষের বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন। যা বর্তমানে উচ্চ আদলতে চলমান রয়েছে। উচ্চ আদালত হলটি ভাঙ্গার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। এ আদেশকে উপেক্ষা করে হল মালিকগণ দোকানদারদেরকে হুমকি ধামকি ও অবৈধভাবে উচ্ছেদের চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হলটি মোট ৩৪ শতকের ওপর দাড়িয়ে আছে। এর ১৮ শতক সৈয়দপুর ট্রাস্ট্রের, বাকী অংশ হল মালিকদের। এখানে ১৮ জন ব্যবসায়ীর মধ্যে ১৬ জন স্থায়ীভাবে ব্যবসা করছেন। এটি ভেঙ্গে ফেললে তাদের রাস্তায় বসতে হবে। মালিক পক্ষ কৌশল অবলম্বন করে এটি ভাঙ্গছে। তারা বাইরের অংশ না ধরে ভেতর থেকে ভাঙ্গা শুরু করেছে। হল ভাঙ্গার প্রক্রিয়া বন্ধ না করলে সোমবার নগরীর পিকচার প্যালেস মোড়ে ব্যবসায়ীরা মানববন্ধন করবেন বলে সেখানে তিনি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আশরাফুল, সুমন, আ: আহাদ, সালেহ,মৃনাল রিপন ও মো: আমীর।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!