পেট্রোলের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির অপরাধে মেহেরপুরের গাংনীর হোসেন ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৯ নভেম্বর) সকালে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, মঙ্গলবার সকালে কয়েকজন মোটরসাইকেল মালিক মেসার্স হোসেন স্টেশন থেকে পেট্রোল কেনেন। এ সময় পেট্রোলের মধ্যে পানি ধরা পড়ে।
বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে সহকারী কমিশনার (ভূমি) ফিলিং স্টেশনে গিয়ে ঘটনার সত্যতা পান। এ সময় স্টেশন মালিক এমদাদুল হক তার অপরাধ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করেন। ফিলিং স্টেশন মালিক তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
খুলনা গেজেট/ এস আই