পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডারসহ সব ধরনের নির্লজ্জ, অনৈতিক, অনৈসলামিক ও নাস্তিকতা শিক্ষা বাদ দিতে এবং শিক্ষা কারিকুলামে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে সংবাদ সম্মেলনে করেছে খুলনা জেলা ইমাম পরিষদ। আজ বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা জেলা ইমাম পরিষদের সহ সাধারণ সম্পাদক মুফতি জিহাদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, দেশ ও শিক্ষা সংস্কৃতি ধ্বংস হতে দিতে চাই না। আমাদের শিক্ষা থেকে স্বকীয়তা উঠিয়ে দিয়ে বিপরীতমুখী শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। নিঃসন্দেহে ট্রান্সজেন্ডার মতবাদ একটি জঘণ্য, ঘৃণ্য ও মানবতা বিরোধি ও জগৎ বিধ্বংসী মতবাদ। এই ঘৃণ্য মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের সংসদে আইন হিসেবে পাশ করার সকল ষড়যন্ত্র বাস্তবায়ন হতে চলেছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ট্রান্সজেন্ডার মতবাদ শুধু মানবতা বিরোধী মতবাদ না, বরং এটা আল্লাহ, রাসুল ও কুরআন-সুন্নার বিরুদ্ধে মারাত্নক অপরাধ। আল্লাহ মানুষকে অসংখ্য নেয়ামত দিয়েছেন, আমাদের শরীর সুস্থতা আয়ু জীবন সবকিছুই মহান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত তিনি জন্ম মৃত্যু ও রিজিকের মালিক কিন্তু এই শরীরের উপর আমাদের মালিকানা সার্বভৌম না । চাইলেই আমি শরীরকে ইচ্ছেমতো বদলাতে পারি না ইচ্ছামত যে কোন কিছু খেতে পারি না। চাইলেই যে কোনভাবে যে কারো সাথে যে কোন সময় ভাগাভাগি করতে পারিনা। শরীরের উষ্ণতা মহান আল্লাহর হালাল ও হারামের সীমানা মানুষকে মেনে চলতে হয়।
খুলনা জেলা ইমাম পরিষদ এই জঘণ্য ও ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডার শিক্ষা সহ সকলধরনের নির্লজ্জ, অনৈতিক, অনৈসলামিক ও নাস্তিকতা শিক্ষা বাদ দিতে এবং শিক্ষা ক্যারিকুলামে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা হাফেজ মোস্তাক আহমাদ, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এ এফ নাজমুল সউদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুজাম্মিল হক, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
খুলনা গেজেট/এনএম