ফিজিও বায়েজিদ ইসলাম শঙ্কার কথা আগেই জানিয়েছিলেন, হাতের বৃদ্ধাঙ্গুলের পাওয়া ফ্র্যাকচার এখনো ভালো হয়নি তামিম ইকবালের। এই চোটের জন্য পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে যে মাঠে নামতে পারবেন না এ বাঁহাতি ওপেনার, সেটি অনুমেয় ছিল। আশা ছিল দুই ম্যাচ টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন তামিম।
এর মধ্যে অনুশীলনও শুরু করেছিলেন তামিম। প্রথম অবস্থায় টেনিস বল, এরপর ক্রিকেট বলে ব্যাটিং ঝালিয়ে নিচ্ছেলেন। কিন্তু ব্যথা আর ফোলা না কমায় আজ (রোববার) আবার এক্স-রে করা। রিপোর্টে আবারও চিড় ধরা পড়েছে। এ চোটটা পুরনো জায়গাতেই, তবে আগের এক্স-রেতে ধরা পড়েনি সেটা। এ চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি পর টেস্ট সিরিজেও খেলতে পারবেন না তামিম।
বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তামিমের চোটের বিষয়টি। জানা গেছে, এ চোট থেকে পুরোপুরি ভালো হতে দেশের বাইরে যাওয়ার ভাবনা তামিমের। চোট গুরুতর না হলে আগামী মাসের নিউজিল্যান্ড সফর দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন এই বাঁহাতি ওপেনার।
খুলনা গেজেট/ এস আই