যশোরের শার্শার পল্লীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রহিমা খাতুন ওই গ্রামের মৃত নবীছুদ্দীন গাজীর স্ত্রী। ঘটনার পর অভিযুক্ত অপু হোসেন (৩০) ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে গেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রহিমার ছেলে মিজানুর রহমানের প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপু হোসেনের কাছে কিছু টাকা পাওনা ছিলো। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এদিন দুপুরে রহিমা খাতুন রান্নার জন্য কলা পাড়তে যাওয়ার পথে অপু হোসেনের বাড়ির সামনে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অপু রহিমাকে বেধড়ক মারধর করে এবং পাকা রাস্তায় ঠেলে ফেলে দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং জ্ঞান হারান।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি বিকেল ৩টার দিকে মারা যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফিরোজা খাতুন জানান, তিনি রান্না করছিলেন, তখন বাইরে থেকে চিৎকার শুনে বেরিয়ে দেখেন, অপু রহিমাকে মারধর করছে। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলে তিনি গুরুতর আহত হন। পরে তার পরিবারের লোকজন এসে হাসপাতালে নিয়ে যান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, আমরা হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে, দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে অভিযুক্তরা আত্মগোপন রয়েছে।
খুলনা গেজেট/ টিএ