তত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী প্রামাণিক পাউবো’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেয়েছেন । গত ৮ ডিসেম্বর পানি উন্নয়ন বোর্ড উপ-সচিব সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত এক আদেশে পদোন্নতি কার্ষকর করা হয়েছে । বর্তমানে তাকে পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন সার্কেল – ৬ থেকে দিয়ে চিফ ইঞ্জিনিয়ার হিসাবে রিভার ম্যানেজমেন্ট এর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।
প্রকৌশলী মো. রমজান আলী প্রামানিক বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) -১৯৮৭, রুয়েট, ফার্স্ট ক্লাশ ফার্স্ট, প্রধানমন্ত্রী কর্তৃক আউটস্ট্যান্ডিং প্রতিভার জন্য গোল্ড মেডেল লাভ করেন। ইন্ডিয়ান সরকারের কলম্ব প্লান স্কলারশিপে ভারতের আইআইটি, রুর্কি থেকে এম, এসসি ইঞ্জিনিয়ারিং ইন হাইড্রোলজি সম্পন্ন করেন ২০০৪ সালে।
খুলনা কর্মরত থাকাকালে তেরখাদার ভুতিয়ার বিল এবং ডুমুরিয়ার জলাবদ্ধতা নিরাসনে তার ভূমিকা ছিলো অনেক।
তিনি দক্ষিণ-কোরিয়া, ভিয়েতনাম, পর্তুগালসহ বিভিন্ন দেশে এ সকল বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। সূত্র: খবর বিজ্ঞপ্তি
খুলনা গেজেট / এ হোসেন