জাতীয় শ্রমিক লীগের পাইকগাছা উপজেলা ও পৌর কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচীব মোল্ল্যা শহিদুল ইসলাম শহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা ও বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের জেলা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২৫) জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম