আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদসহ ৪৭ টি পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলোনয়তনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকতা ও রিটার্নিং অফিসার এম. মাহজারুল ইসলাম।
নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীরকে নৌকা ও সিপিবি মনোনীত প্রার্থী এড. প্রশান্ত কুমার মন্ডল কে কাস্তে প্রতীক বরাদ্ধ দেয়া হয়। সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ টি ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন কে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। ১ নং ওয়ার্ডে একমাত্র প্রার্থী হওয়ায় গাজী আলাউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জনো গেছে।
প্রতীক বরাদ্দকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামাল উদ্দীন আহম্মেদ।
উল্লেখ্য প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রবিবার বিকেলে বিএনপি মনোনিত প্রার্থী মনিরুজ্জামান মনি শারিরীক অসুস্থতা দেখিয়ে লিখিত ভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে উপজেলা নির্বাচন অফিসার জানান। নির্বাচনে মোট ৪৯ টি মনোনয়ন পত্র জমা পড়ে। যার মধ্যে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে গাজী বজলুর রহমানের হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়।
খুলনা গেজেট/ টি আই