পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। এতে অজিত কুমার মন্ডল সভাপতি ও অনাদী কৃষ্ণ মন্ডল সম্পাদক নির্বাচিত হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবি সমিতির কর্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির সর্বোমোট ৬৮ জন ভোটারের মধ্য ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে জি এম আক্কাছ আলী ও এম এম ইদ্রিসুর রহমান, যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল মজিদ গাজী, ক্রিয়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে বিজয় কৃষ্ণ মন্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সরদার সুবেহ সাদিক, নির্বাহী সদস্য পদে সমীর কুমার বিশ্বাস, মোঃ একরামুল হক বিশ্বাস ও মোঃ নজির আহম্মদ, লাইব্রেরী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহ্তাছিম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
এ্যাড শফিকুল ইসলাম কচি নির্বাচন কমিশনার, শেখ বারিকুল ইসলাম ও রেখা রানী বিশ্বাস সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ।
প্রসঙ্গত, আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৩ জন ও বাকী ৯টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
খুলনা গেজেট/ এস আই