খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি: আইন উপদেষ্টা
  ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল

পাইকগাছায় সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া সড়কের চার কিলোমিটার রাস্তা খানাখন্দকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা সদর থেকে সোলাদানা ইউনিয়নের ভেতর দিয়ে জেলা সদর খুলনা ও দাকোপ উপজেলায় যাতায়াতের একমাত্র এ সড়কটি বেহাল অবস্থার চরম ভোগান্তিতে রয়েছে স্থানীয়রা। দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাবাসীরা।

স্থানীয়রা জানান, সড়কটির চার কিলোমিটার রাস্তা খানাখন্দকে পরিনত হওয়ায় এ রাস্তায় স্বাভাবিক চালাচল কষ্টকর হয়ে পড়েছে।

এব্যাপারে সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার জানান, এ সড়ক দিয়ে প্রতিনিয়ত শত শত মোটরসাইকেল, নসিমন, ইজিবাইকসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে। সড়কটি নষ্ট হওয়াতে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন নষ্ট হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

এলজিইডির উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান এব্যাপারে বলেন, ইতিপূর্বে সড়কটি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের অধীনে ছিল। কিন্তু বর্তমানে রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের অধীনে।

এ ব্যাপারে খুলনা সওজ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী গত বছর জানুয়ারি মাসে সোলাদানা ইউনিয়নের ওই সড়কের কিছু অংশের কাজ করা হয়েছে বলে জানান।

সর্বশেষ দ্রুত সড়কটি সংস্কার পূর্বক স্বাভাবিক চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!