খুলনার পাইকগাছায় স্কুল ছাত্রী মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় তার পিতাকে মারপিট ও দা দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় থানায় এজাহার দাখিল হয়েছে। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার ভিলেজ পাইকগাছার নসরুল গাজীর ছেলে সাহেব আলী গাজী (২৪) ও তার সহযোগীরা একত্রিত হয়ে বেশ কিছু দিন যাবৎ উপজেলার লস্কর গ্রামের শের আলী সরদারের ছেলে মোতাহার হোসেন টুকু (৩৭) এর স্কুল পড়ুয়া জনৈকা মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথিমধ্যে নানা অশ্লীল কথ-বার্তা বলে উত্ত্যক্ত করে আসছে। বিষয়টি তার মেয়ে পিতা টুকুকে জানালে তারা আরো ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে ওঠে।
১৪ মে (শনিবার) বিকেল সাড়ে ৫ টার দিকে লস্কর বাজারে যাওয়ার পথিমধ্যে জনৈক শ্রীকান্তের দোকান সংলগ্ন এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে সঙ্ঘবদ্ধ কয়েকজন দেশীয় অস্ত্রসস্ত্র দা, শাবল, লাঠি-সোটা নিয়ে তার উপর হামলা শুরু করে। একপর্যায়ে তারা তাকে ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দিলে তিনি বাম হাত দিয়ে ঠেকান। এসময় তার হাতের হাড়সহ কেটে যায়। এ সময় তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা এনিয়ে কোথাও মামলা করলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, অভিযুক্তরা পলাতক রয়েছে। ঘটনার তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।