করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে খুলনার পাইকগাছায় কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। শনিবার সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে বিধিনিষেধ কার্যকর করতে পৌরসদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মমতাজ বেগম।
এ সময় স্বাস্থ্যবিধি না মানা , মাস্ক ব্যবহার না করাসহ প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ৬ ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা করে সর্বমোট ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পেশকার প্রতুল জোয়াদ্দারসহ স্থানীয় সাংবাদিক ও অন্যান্যরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বসাধারণকে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ মেনে চলার আহবান জানান।
খুলনা গেজেট/ টি আই