খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

পাইকগাছায় সমলয় চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধান রোপনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতনকাটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে ধান রোপনের উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খুলনা অঞ্চল) অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক।

স্বাগত বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনার কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা প্রকৌশলী দিপংকর কুমার বালা, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, উপসহকরী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা ধ্রুবজোতি সরকার৷

বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, সরাজ উদ্দীন মোড়ল, শেখ তোফায়েল আহমেদ তুহিন ও আবুল কালাম আজাদ, কৃষক জি এম আব্দুস ছাত্তার, তাহজুদ্দীন শেখ, মোঃ লুৎফর রহমানসহ স্থানীয় অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমলয়ে চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপন করলে প্রতি ঘন্টায় ১ জন শ্রমিকের মাধ্যমে ১বিঘা জমি চাষ করা যায়। এভাবে প্রতিদিন ৮ঘন্টায় ৮ বিঘা জমি চাষ করলে খরচ ও অর্থের অপচয় উভয়ই কমে যাবে। সনাতন পদ্ধতিতে ৮ বিঘা জমিতে সেখানে শ্রমিক লাগবে ৩৫ জন। খরচও হবে প্রায় তিনগুন বেশি। এ এলাকায় সমলয় পদ্ধতির চাষ এটাই প্রথম। উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতন কাটিতে স্থানীয় কৃষকরা এবার ১৫০ বিঘা জমিতে কৃষি অফিসের সহাতায় সমলয় পদ্ধতির আবাদ করছে। আগামীতে এ পদ্ধতির আবাদ সম্প্রসারণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!