খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চক্কাওয়ালীতে হাতুড়ি পেটার একমাস পর গৃহবধু রেনু বেগম হত্যার ঘটনায় প্রধান আসামী শুকুর আলী গাইনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার সাভার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে আসামী শুকুর আলীকে আটক করা হয়। শুকুর আলী পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার পর থেকে প্রধান আসামী শুকুর আলী আত্মগোপন করে ঢাকার সাভারের একটি কয়লা কারখানায় কর্মরত ছিল।
এর আগে গত ১০ আগষ্ট বিকেলে তুচ্ছ ঘটনায় উপজেলার চক্কাওয়ালী গ্রামের আইয়ুব আলী সরদারের বাড়ীতে গিয়ে তার স্ত্রী রেনু বেগমের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় শুকুর আলী গাইন তার হাতে থাকা হাতুড়ি দিয়ে রেনু বেগমের মাথায় সজোরে আঘাত করলে মাথা ফেটে গিয়ে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে খুলনার একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে একমাস চিকিৎসাধীন থাকার পর ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১১ আগস্ট শুকুর আলী কে প্রধান আসামি করে ৫জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় মামলা দায়ের করা হয়। ওইদিন মামলার প্রধান আসামি শুকুর আলী গাইনের ছেলে হযরত আলী গাইন (২৫) কে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরবর্তীতে শুক্রবার মামলার প্রধান আসামী শুকুর আলীকে আটক করে পুলিশ।
খুলনা গেজেট/এসজেড